আমার শিশু অটিস্টিক, তাদেরকে কী একের বেশি ভাষা শিখতে হবে?
আপনার শিশুদের সঙ্গে আপনার নিজস্ব ভাষায় কথা বলতে পছন্দ করাটা একটি
স্বাভাবিক ব্যাপার। আপনি যদি এই নিয়ে চিন্তিত থাকেন যে আপনার অটিস্টিক
শিশুর সঙ্গে আপনার নিজস্ব ভাষায় কথা বলাটা কোন সমস্যা, তবে এই লিফলেটটি
হলো আপনার জন্যে।
অটিজম কি জিনিস?
অটিজম কি জিনিস?
অটিজম হলো একটি আজীবন সমস্যা যা মস্তিষ্ক যেভাবে বিকশিত হয় ও কাজ
করে সেই পন্থাকে পরিবর্তন করে।
অটিজম কী কারণে হয়ে থাকে?
বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করে থাকেন যে অটিজমের কোন একটি কারণ নেই,
এবং মাঝেমাঝে এটি বংশগত কারণেও হতে পারে। অটিজম একটি শিশুর জন্মের
পূর্বেই শুরু হয়ে থাকে, এমনকি এটি নজরে পড়তে কয়েক বছর সময়ও লাগতে
পারে। অটিজম খারাপ অভিভাবকত্ব, টিকাকরণ, ইনফেকশন, খাবারগ্রহণ বা
ট্রমার কারণে হয় না।
এর কোন চিকিৎসা আছে কি?
না, এর কোন চিকিৎসা নেই, এবং কোন চিকিৎসার প্রয়োজনও নেই। যেকোন
প্রকার চিকিৎসা যা চিকিৎসা হিসেবে দেখানো হয় সেটি আসলে সত্য নয়।
কে অটিস্টিক হতে পারে?
যেকোন লিঙ্গের, যেকোন ত্বকের রঙের, যেকোন সংস্কৃতি, যেকোন এলাকা,
যেকোন ধর্মের লোক অটিস্টিক হতে পারেন।
অটিজম থেকে “বেরিয়ে আসা” কি সম্ভব?
না, অটিস্টিক ব্যক্তিদের অভিজ্ঞতা ও ক্ষমতাসমূহ, প্রত্যেকের মতোই,
তাদের জীবনকালে পরিবর্তিত হতে থাকে, কিন্তু তারা সর্বদা অটিস্টিক
রয়ে যায়। অটিজম তাদের পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।
অটিস্টিক ব্যক্তিরা কি করতে পারেন?
অটিস্টিক লোকজন বড় বড় কাজ করতে পারেন, ঠিক নন-অটিস্টিক লোকেদের
মতো। তারা শুধু সবকিছু ভিন্নভাবে করতে পারে।
অটিস্টিক শিশুদের একাধিক ভাষা শোনা বা বলা কী ভাল বা খারাপ
ব্যাপার?
বিবিধ ভাষা নিয়ে বেড়ে উঠলে কি অটিস্টিক শিশুদেরকে দ্বিধান্বিত করে
তুলতে পারে?
না, এটি তাদেরকে কোন দ্বিধায় ফেলে না।
দ্বিভাষিকতা কি প্রত্যেকটি ভাষা শেখাকে কঠিন করে তোলে?
না, এটি করে না। অটিস্টিক শিশুদের ভাষা নিয়ে সমস্যা থাকে, কিন্তু
তবুও তারা কয়েকটি ভাষা শিখতে পারে। তাদের ক্ষেত্রে একটু বেশি সময়
লাগতে পারে, কিন্তু সকল দ্বিভাষী শিশুর জন্যে এটি একটি সাধারণ
ব্যাপার।
আমার শিশু যদি কথা না বলে তবে কি হবে?
আপনার শিশু যদি কথা নাও বলে, তবুও তারা বেশ কয়েকটি ভাষা বুঝতে
পারবে। আপনার শিশুর সাথে কয়েকটি ভাষায় কথা বললে এটি তাদের কোন
ক্ষতি করবে না।
আমার কি আমার ভাষায় কথা বলা বন্ধ করা উচিত এবং এর পরিবর্তে ইংরেজি
ব্যবহার করা উচিত?
না, আপনি যে ভাষায় সবথেকে বেশি স্বচ্ছন্দবোধ করেন সেটিতেই কথা
বলুন। গবেষণায় দেখা গেছে যে অভিভাবক ও শিশুদের জন্যে এটিই সবথেকে
ভালো।
দুটি ভাষা নিয়ে বেড়ে ওঠার কারণে আমার শিশুর পক্ষে কি বোঝা ও শেখা
আরো কঠিন হয়ে যাবে?
না, কয়েকটি ভাষা নিয়ে বেড়ে ওঠা আপনার শিশুর চিন্তা করার ও শেখার
দক্ষতার জন্যে ক্ষতিকর নয়।
আমার অটিস্টিক শিশুর জন্যে কয়েকটি ভাষা নিয়ে বেড়ে ওঠা কি ভালো
জিনিস?
হ্যা, অনেকগুলো ভালো জিনিস আছে! আপনার ভাষা আপনার শিশুকে তার
পরিবার ও সমাজের সঙ্গে সংযুক্ত হতে সহায়তা করে। এটি তাদের ভাবী
জীবনের জন্যেও খুব ভালো। কয়েকটি ভাষা জানা মানুষকে বুঝতে, মজার
কাজকর্ম করতে, এবং চাকরি পেতে সহায়তা করে।
কয়েকটি ভাষা নিয়ে বড় হওয়া অটিস্টিক শিশুদের জন্যে ক্ষতিকর নয়।
এটি এমনকি জীবনের বহু জিনিসের ক্ষেত্রে উপকারী হতে পারে: কোন
সমাজের অংশ হয়ে ওঠা, নতুন নতুন জিনিস শেখা, আরো বেশি সুযোগসুবিধা
পাওয়া…
কয়েকটি ভাষা নিয়ে বেড়ে ওঠা অটিস্টিক শিশুদের জন্যে বাকি অন্যান্য
মানুষের মতোই ভালো ব্যাপার।
আপনি যদি আপনার অটিস্টিক শিশুর সঙ্গে আপনার নিজস্ব ভাষায় কথা বলতে
পছন্দ করেন, তবে আপনি কোন ভুল কাজ করছেন না।
একটি বা দুটি ভাষা, আপনার পরিবারের জন্যে সবথেকে ভালো পছন্দটি বেছে
নিন।